ঝিনাইদহে বিরল প্রজাতির মাছ

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের সদর উপজেলার মহারাজপুর গ্রামের হুমদার বিলে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। গতকাল সকালে কালিদাস কুমার সরকার নামের এক জেলের জালে এ মাছটি ধরা পড়ে। মাছটির আয়তন ৪০ সেন্টিমিটার, গায়ে বড় বড় কাটা, ডোরাকাটা দাগ, লেজ লম্বা ও ওজন ১ কেজি। স্থানীয় জেলে ও মৎস্য অফিসসূত্রে বলা হয়েছে, এটি গ্যান গ্যানে জাতীয় মাছ। তবে মাছটির সঠিক কোনো পরিচয় জানাতে পারেননি মৎস্য কর্মকর্তারা। জেলে কালিদাস কুমার সরকার জানান, আগের দিন সদর উপজেলারা হুমোদার বিলে জাল পেতে রেখে আসি। পরদিন সকালে জাল তুলতে গেলে এই বিরল প্রজাতির মাছটি আমার জালে ধরা পড়ে। পরে প্রতিবেশী আলমগীর হোসেনের মাধ্যমে মৎস্য অফিসে খবর দিই। ঝিনাইদহ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মনজুরুল ইসলাম জানান, হুমোদার বিলে বিরল প্রজাতির মাছ ধরার খবর শুনে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশরাফ-উল-ইসলামকে ঘটনাস্থলে পাঠান। তার মাছটি নিয়ে আসে। মাছটি এখন মৎস্য উৎপাদন খামারে রাখা হয়েছে।

Leave a comment