জীবননগর মিনাজপুরে শিশু ধর্ষণকারী গ্রাম ছেড়ে পালিয়েছে

জীবননগর ব্যুরো: জীবননগর মিনাজপুরে পাঁচ বছরের শিশু ধর্ষণকারী আব্দুল খালেলকে (৪৫) এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রায় আড়াই মাস অতিবাহিত হতে চললেও ধর্ষক গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে পালিয়ে থাকা ধর্ষক আব্দুল খালেককে অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির।

অভিযোগে জানা যায়, জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের বানপুরপাড়ার ফকির চাঁদ মণ্ডলের ছেলে আব্দুল খালেক গত ৮ জুন দুপুরে বাড়ির পার্শ্ববর্তী ৫ বছরের এক শিশুকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে তার আমবাগানে নিয়ে যায়। পরে সে শিশুটির মুখ চেপে ধরে উপর্যুপরি ধর্ষণ করে। রক্তক্ষরণ শুরু হলে সে শিশুটিকে ফেলে পালিয়ে যায়। ভয়ে শিশুটি বাড়িতে না গিয়ে সে আতঙ্কে ওই বাগান সংলগ্ন বাড়ির গোলার নিচে গিয়ে লুকিয়ে থাকে। এদিকে সন্ধ্যা নেমে গেলেও শিশুটি বাড়িতে না ফেরায় শুরু হয় খোঁজাখুজি। পরে তাকে ওই বাড়ির গোলার নিচে থেকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। এখানেও শিশুটির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে শিশুটি বর্তমানে বাড়িতে অবস্থান করলেও তার অবস্থা এখনো স্বাভাবিক নই বলে তার পিতা দাবি করেছেন।

Leave a comment