স্টাফ রিপোর্টার: মায়ের দ্বিতীয় স্বামীর নিকট ঈদের নতুন জামা চেয়ে বেদম প্রহরের শিকার হয়েছে ১০ম শ্রেণির ছাত্র সোহেল। ঠেকাতে গেলে সোহেলের মা জবেদা খাতুন (৩০) ও নানি আছিরন নেছাকেও (৬৫) মেরে গুরুতর আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ বলদিয়া গ্রামে। জবেদা ও আছিরন নেছাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বলেছেন, জবেদার প্রথম স্বামী রবিউল ইসলামের সাথে সংসার করার সময় সোহেল ভূমিষ্ঠ হয়। প্রথম স্বামী চলে গেলে আব্দুস সালামের সাথে নতুন সংসার শুরু করে জবেদা। সোহেল আব্দুস সালামের নিকট ঈদের নতুন জামার বায়না ধরলে ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। ঠেকাতে গেলে আমাদেরও মেরে আহত করেছে। স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে এসে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছি।