মরিচক্ষেত খাওয়া নিয়ে বিরোধ : মারপিটের শিকার দুজন হাসপাতালে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার নান্দবারের বুদো শেখের ছেলে জামাল ও আজগার আলীর ছেলে শাজাহানাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই গ্রামের অজিবরের মরিচক্ষেত প্রতিবেশী জেহাদের গরুতে খেয়েছে বলে অভিযোগ তোলায় বিরোধের সূত্রপাত ঘটে। আহত দুজন অভিন্ন ভাষায় এ তথ্য দিয়ে বলেছেন, জেহাদকে মারছে দেখে এগিয়ে গেলে আজিবররা কয়েক ভাই মিলে আমাদেরও মেরে আহত করেছে। গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

Leave a comment