মেসির ওপর চটেছেন মারাদোনা

মাথাভাঙ্গা মনিটর: লিওনেল মেসিকে নিয়ে বাড়াবাড়ি করা থামানোর সময় এসে গেছে বলে মনে করেন দিয়েগো মারাদোনা। কোপা আমেরিকায় মেসি ছয় ম্যাচে মাত্র একটি গোল পাওয়াতেই তার ওপর চটেছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ও কোচ মারাদোনা। আর্জেন্টিনার পত্রিকার সাথে কথা বলার সময় মারাদোনা স্পষ্ট করে গোলের বিষয়টিই উল্লেখ করেন। বিশ্বের সেরা খেলোয়াড় আছে আমাদের, যে রিয়াল সোসিয়েদাদে গিয়ে চার গোল করতে পারে এবং সে যখন এখানে (আর্জেন্টিনা দলে) আসে তখন গোলই করতে পারে না। জাতীয় দলের জার্সি পরা আর সব খেলোয়াড়ের মতো একরকম ভাবে মেসিকে দেখতে হবে, যোগ করেন মারাদোনা। চিলির কাছে ফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে হেরে কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে আর্জেন্টিনার। মারাদোনা মনে করেন, দলের দ্বিতীয় কোনো পরিকল্পনা ছিলো না বলেই ফাইনালে হারতে হয়েছে।

Leave a comment