জনগণকে সাথে নিয়ে হত্যাকারীর বাঁচানোর সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে

হিজলগাড়ি বাজারে জাসদ নেতা সায়েম হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধনে অ্যাড. রতন

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: জীবননগর উপজেলা জাসদ নেতা সাংবাদিক আবু সায়েম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেল ৪টায় হিজলগাড়ি বাজারে বেগমপুর ও তিতুদহ ইউনিয়ন জাসদ যৌথভাবে এ সভার আয়োজন করে। বেগমপুর ইউনিয়ন জাসদ সভাপতি ও সদর উপজেলা জাসদের যুগ্ম আহ্বায়ক ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন। তিনি বলেন, জাসদ নেতা ও সাংবাদিক আবু সায়েমের হত্যাকারীকে বাঁচানোর জন্য জীবননগর পুলিশ প্রশাসন ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সময় পুলিশকে হুঁশিয়ার করে বলেন, পুলিশের এ ধরনের ষড়যন্ত্র চুয়াডাঙ্গার মানুষ মেনে নেবে না। এরপর যদি পুলিশ কোনো তালবাহানা করে, তবে চুয়াডাঙ্গার জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে। এ সময় তিনি আরও বলেন, সাংবাদিক সদরুল নিপুল হত্যাকারীদের এখনও পর্যন্ত পুলিশ খুঁজে বের করতে পারেনি। পুলিশ প্রশাসনে নিষ্ক্রিয়তার ফলে সন্ত্রাসীরা বার বার এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। সুষ্ঠু তদন্ত করে সায়েম হত্যাকারীর শাস্তির আওতায় আনার জন্য পুলিশ সুপারকে অনুরোধ জানান। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন তিতুদহ ইউনিয়ন জাসদ সভাপতি ও সদর উপজেলা জাসদের আহ্বায়ক আবুল হোসেন মণ্ডল, তিতুদহ ইউনিয়নের ১নং ওয়ার্ড জাসদের সভাপতি ফারুক হোসেন, বেগমপুর ইউনিয়ন জাসদ নেতা বাক্কা, সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ।

Leave a comment