মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানে একটি সামরিক ঘাঁটির পাশের এক তল্লাশি চৌকিতে চালানো এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের এ হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। দেশটির পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের চ্যাপম্যান সামরিক শিবিরের কাছে এক আত্মঘাতী বোমাটির বিস্ফোরণ ঘটায়। এই সামরিক শিবিরটি আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ব্যবহার করতো। এ শিবিরটি এখন আফগান ও বিদেশি সেনা, উভয়েই ব্যবহার করে। বিদেশি সেনাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাও আছে। তবে এ হামলায় যুক্তরাষ্ট্র বা দেশটির নেতৃত্বাধীন জোট বাহিনীর কোনো সেনা হতাহত হননি।