মাথাভাঙ্গা অনলাইন : চুয়াডাঙ্গা সদর থানার সামনে নিউ মর্ডান জুয়েলার্সে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নৈশপ্রহরী জুয়েলার্সের পাশের দেয়ালের ইট খোলা দেখে দোকান মালিককে খবর দেয়। চোরেরা দোকান থেকে প্রায় ১০০ ভরি সোনা নিয়ে গেছে। যার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
দোকান মালিক হাজি মো. গোলাম রসুল জানান, আজ বৃহস্পতিবার সকালে তিনি হাটতে বের হন। সকাল সাড়ে ৬টার দিকে দোকানের সামনের নৈশ প্রহরী তাকে জানায়, দোকানের পাশের ইট খোলা রয়েছে। পরে দোকান খুলে দেখা যায়, দোকানের প্রায় ১০০ ভরি সোনার গহনা খোয়া গেছে। এছাড়াও ব্রোঞ্জ ও গহনা পলিশের গুঁড়াও নিয়ে গেছে চোর । তাদের দেয়াল ভাঙ্গার যন্ত্রপাতি ফেলে গেছে।
দোকান মালিক আরো জানান, যেভাবে চুরি সংঘটিত হয়েছে তাতে তাতে মনে হচ্ছে কোনো স্বর্ণকার এর সাথে জড়িত আছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজি মোহাম্মদ ইব্রাহিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্দেহভাজন এক নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্টদের খুঁজে বের করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।