যশোরে মুক্তিপণের দাবিতে যুবক অপহরণ

 

স্টাফ রিপোর্টার: যশোর আদালত চত্বর থেকে মুক্তিপণের দাবিতে আক্তার হোসেন (৩৫) নামে এক যুবককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। তিনি চৌগাছা উপজেলার দিঘলসিংগা গ্রামের মনছুর আলীর ছেলে। অপহৃত যুবকের পিতা মনছুর আলী ও স্ত্রী রুবিনা খাতুন জানান, আক্তার হোসেন একটি মামলায় হাজিরা দিতে যশোর আদালতে যানয়। আদালত চত্বত্তর কতিপয় যুবক তাকে অপহরণ করে নিয়ে যায়। বেলা ২টার দিকে ০১৭১০৯৮৮০৯০ নম্বর মোবাইলফোন থেকে তাদেরকে জানানো হয় আক্তার এখন আমাদের কবজায়।  তাকে পেতে হলে এখনই ০১৭৮১৯৫১৭২৫ নম্বরে দু হাজার টাকা বিকাশ করে দিতে হবে। এ দাবি জানানোর  সাথে সাথে তারা ওই নম্বরে দু হাজার টাকা বিকাশ করে দেয়। পরবর্তীতে সন্ত্রাসীরা ০১৯২২৯০৬০৮০ নম্বর মোবাইল থেকে তাদেরকে আরো এক লাখ টাকা বিকাশ করার জন্য বলে।

Leave a comment