স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জিনতলাপাড়ার সোহেল রানাকে দক্ষিণ হাসপাতালপাড়ার জোসার মোড় থেকে রাত ৯টার দিকে তুলে নিয়ে মারপিট করে ১০/১২ জনের একদল যুবক। তার নিকট থেকে নগদ টাকাও ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ছিনতাই ও মারপিটের বিষয়ে গতকাল থানায় নালিশও করা হয়েছে। মামলায় শান্তিপাড়ার সুমনসহ অজ্ঞাত পরিচয়ের ১০/১২ জনকে আসামি করা হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার মধ্যরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয় জিনতলাপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে সোহেল রানাকে। তাকে মেরে রক্তাক্ত জখম করা হয়। হাসপাতালে ভর্তির সময় অসুস্থতার কারণে কিছু বলতে না পারলেও গতকাল তিনি ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, মোটরসাইকেলযোগে শান্তিপাড়া হয়ে দক্ষিণ হাসপাতালপাড়ার জোসার মোড়ে পৌঁছুলে একদল যুবক মাথায় আঘাত করে। মোটরসাইকেল থেকে পড়ে গেলে ওরা তুলে নিয়ে প্রথমে উপজেলা ফুড গোডাউনের পেছনে নিয়ে ইচ্ছে মতো মারপিট করে। কাছে থাকা ১৫ হাজার টাকা ও মোবাইলফোন কেড়ে নেয়। পরে নিয়ে যায় বেলগাছি ঈদগাপাড়ায়। সেখানেও মারপিট করে। টর্চলাইট দিয়ে মাথায় মারে। রাতে বেলগাছি রেলগেটের অদূরবর্তী পুলের নিকট ফেলে রাখলে আমি হাসপাতালে আসি।
সোহেল রানার ভাই বাদী হয়ে গতকাল তানায় এ বিষয়ে মামলা করেছেন।