মাথাভাঙ্গা অনলাইন : সন্ত্রাসী সবুজ বাহিনীর সদস্য সুমন (২০) নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১টায় জেলার ফুলতলা উপজেলার দামুদর এলাকায় প্রতিপক্ষের গুলিতে সে নিহত হয়।
স্থানীয়রা জানান, সুমনকে গুলি করে ঘটনাস্থানে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে সবুজ বাহিনীর সদস্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, ফুলতলার সন্ত্রাস সবুজ বাহিনী ও হাফিজ বাহিনীর মধ্যে বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে সেই বিরোধের জের ধরে এ ঘটনা ।
তিনি জানান, নিহত সুমন সম্প্রতিক সময়ে বেপরোয়া কার্যক্রমে লিপ্ত হয়েছিল।