আলমডাঙ্গার আনন্দধাম নতুন ক্যানেলপাড়ার ৪ যুবকের বিরুদ্ধে অভিযোগ
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার আনন্দধাম নতুন ক্যানেলপাড়ার ৪ যুবক বুদ্ধিপ্রতিবন্ধী এক অসহায় মহিলাকে পালাক্রমে ধর্ষণ করেছে। স্থানীয়রা এ তথ্য জানিয়ে বলেছেন, বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী দু যুবককে ধরে মারপিটও করেছে।
জানা গেছে, গত ৭/৮ দিন ধরে এক বুদ্ধিপ্রতিবন্ধী মহিলাকে আপনমনে আলমডাঙ্গা উপজেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা গেছে। ২/৩ দিন ধরে ওই বুদ্ধিপ্রতিবন্ধী মহিলা শহরের আনন্দধাম এলাকায় অবস্থান করতে থাকে। স্থানীয়রা এ তথ্য দিয়ে বলেছেন, গত বৃহস্পতিবার রাতে আনন্দধাম নতুন ক্যানেলপাড়ার ৪ যুবক জোর করে তাকে ধর্ষণ করে। এ অভিযোগকারীরা জানিয়েছেন, মিজানুর, শমসেরসহ অজ্ঞাত আরও ২ যুবক তাকে পার্শ্ববর্তী একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনা জানাজানি হলে সকালে আনন্দধামে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় কয়েক ব্যক্তি নির্যাতিতা বুদ্ধিপ্রতিবন্ধীকে কুষ্টিয়ার একটি বাসে তুলে দেয়। এদিকে এ ন্যাক্কারজনক ঘটনায় এলাকার কিছু যুবক অভিযুক্তদের মধ্যে ফলবিক্রেতা শমসেরসহ দুজনকে পিটুনি দেয়। অবস্থা বেগতিক দেখে চা দোকানি মিজানসহ অপরজন সরে পড়ে বলেও জানিয়েছেন স্থানীয়দের অনেকে।