আলমডাঙ্গায় ছিনতাই মামলার আসামি গুগার গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে গোপালনগর রংপুর মাঠে মোটরসাইকেল ও গরুব্যবসায়ীদের টাকা ছিনতাই মামলার আসামি গুগারকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে বড়গাংনী থেকে গুগারকে গ্রেফতার করে থানায় নেয়া হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার হুচুকপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে আব্দুল আলীম ওরফে গুগার (৪৫) গত ১৫ মাস ধরে বড়গাংনী গ্রামে বসবাস করছে। গুগার একজন চিহ্নিত ডাকাত গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ইতঃপূর্বেও মোটরসাইকেল ছিনতাই মামলা আছে। ১৭ জুন রাতে আলমডাঙ্গা নতিডাঙ্গা গ্রামের বরকত আলী ছেলে জসিম উদ্দিন ও তার স্ত্রী শ্বশুরবাড়ি গোপালনগর থেকে আসার পথে রংপুর গোপালনগর মধ্যবর্তী মাঠে রাস্তায় গাছ ফেলে তাদেরকে আটকে রেখে মোটরসাইকেল ও মোবাইলফোন কেড়ে নেয়। এ সময় মোটরসাইকেল মালিক জসিম ২-৩ জনকে চিনতে পারে বলে জানান। পরদিন ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি গুগার। এছাড়াও গত বুধবার রাতে একই মাঠে আলমডাঙ্গা পশুহাট থেকে গরুব্যবসায়ী ফেরার পথে আসমানখালী এলাকার তিন গরুব্যবসায়ীকে কুপিয়ে এবং মারপিট করে প্রায় দেড় লাখ টাকা ছিনতাই করে। গরুব্যবসায়ীরা গুগারসহ কয়েকজনকে চিনে ফেলে বলে জানান। গত বৃহস্পতিবার আলমডাঙ্গা থানায় গিয়ে তিন গরুব্যবসায়ীর নামে মামলা দায়ের করেন। সন্ধ্যায় আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান বড়গাংনী অভিযান চালিয়ে গুগারকে গ্রেফতার করেন। গতকাল ছিনতাইয়ের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ গুগারকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

Leave a comment