দফতরবিহীন আশরাফ : এলজিআরডির দায়িত্বেও মোশাররফ

স্টাফ রিপোর্টার: অবশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়ার গুজবই সত্যি হলো। গতকাল বৃহস্পতিবার সৈয়দ আশরাফকে এলজিআরডি থেকে অব্যাহতি দিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি একই সাথে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বেও থাকবেন। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা।

জানা গেছে, সৈয়দ আশরাফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও তিনি কখনোই সচিবালয়ে অফিস করতেন না। মন্ত্রণালয়ের কোনো বৈঠকে বা সভা সেমিনারেও থাকতেন না আশরাফ। তিনি বাসায় বসে ফাইলে স্বাক্ষর করে সরকারি বেতন ভাতা নিতেন। ফলে মন্ত্রণালয়ের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। গত মঙ্গলবার পরিকল্পনা কমিশনে একনেক বৈঠকে সৈয়দ আশরাফের অনুপস্থিতি দেখে ক্ষেপে যান প্রধানমন্ত্রী। একনেক বৈঠকে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে এমপিদের জন্য স্থানীয় সরকার অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত একটি প্রকল্প উত্থাপন করা হয়। সাধারণত যে মন্ত্রণালয়ের প্রকল্প একনেকে ওঠে সংশ্লিষ্ট মন্ত্রীকে তা উপস্থাপন করতে হয়। কিন্তু এতো বড় প্রকল্প উপস্থাপনের জন্য মন্ত্রী ছিলেন না। এ প্রেক্ষিতেই সৈয়দ আশরাফকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হয়েছে। তিনি এখন থেকে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।

Leave a comment