পুলিশি প্রতিশ্রুতি রক্ষা না হলে পরিবহন ধর্মঘটের পুনঃঘোষণা

চুয়াডাঙ্গায় মাইক্রো ভাচুর ও চালকসহ দুজনকে মারপিট মামলা : ধরা পড়েনি আসামি

 

স্টাফ রিপোর্টার: মাইক্রো ভাঙচুর ও চালকসহ দুজনকে মারপিট মামলার আসামি গ্রেফতারের পুলিশি প্রতিশ্রুতির ঘণ্টা প্রহর পেরিয়ে নির্ধারিত সময়ের তিন দিন অতিক্রম করছে আজ। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আসামিদের একজনকেও ধরতে পারেনি পুলিশ। এরই মাঝে আজ শুক্রবারের মধ্যে আসামি গ্রেফতার করা না হলে আগামীকাল শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গার সকল রুটে পরিবহন শ্রমিকরা ধর্মঘট শুরু করবে বলে পুনরায় জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।

চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রিপন মণ্ডল যুক্ত স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ জুলাই মঙ্গলবার বিকেল ৩টার সময় রেলবাজার শহর পুলিশ ফাঁড়ির অদূরে মাইক্রো ভাঙচুর করা হয়। মারপিট করা হয় চালকসহ দুজনকে। সাথে সাথে শ্রমিকরা প্রতিবাদ জানান। একাডেমি মোড়ে অবরোধ গড়ে তোলেন ক্ষুব্ধ শ্রমিক জনতা। পরবর্তীতে পরিবহন শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে পুলিশ প্রশাসনের পক্ষে সদর থানার ওসি প্রতিশ্রুতি দেন তিন দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে। মামলা হয়েছে। মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়েছে। এরপরও গতকাল পর্যন্ত আসামিদের একজনকেও গ্রেফতার করেনি পুলিশ।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ কারণে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আজ ১০ জুলাই শুক্রবারের মধ্যে আসামি গ্রেফতার করে উপযু্ক্ত ব্যবস্থা না নেয়া হলে শনিবার সকাল ৬টা থেকে চুয়াডঙ্গার সকল রুটে সকল প্রকারের যানবাহনের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন করবে। এ কারণে পরিবহন চলাচল অচলবস্থা সৃষ্টি হলে প্রশাসনকে তার দায়-দায়িত্ব গ্রহণ করতে হবে।

Leave a comment