ঝিনাইদহে পাট চাষিদের প্রশিক্ষণ ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহে উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পঁচন প্রকল্পেরে আওতায় পাটচাষিদের দিনব্যাপি প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে যশোর ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাট অধিদপ্তরের মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক (উচ্চ ফলনশীল) শেখ মহ. রেজাউল ইসলাম, পাট অধিদপ্তরের পরিচালক কেফায়েত উল্লাহ, ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুল আলিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহ আকরামুল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন। এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান, কৃষি কর্মকর্তা খান মনিরুজ্জমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান। পরে সদর, শৈলকুপা, কালীগঞ্জ ও হরিণাকুণ্ডু উপজেলার ২০০ জন চাষিকে দিনব্যাপি প্রশিক্ষণ দেয়া হয়।

Leave a comment