সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

 

স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের কালীগঞ্জে বিএসএফ গুলিতে আবু সায়েম জাম্বু মিয়া নামে (৩৫) একজন নিহত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার লোহাকুচি সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত সায়েম আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের সোহরাব আলীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গরু আনার জন্য সায়েম বুধবার রাতে কয়েকজন রাখালকে সাথে নিয়ে লোহাকুচি সীমান্ত পার হয়ে ভারত যান। গরু নিয়ে ফেরার পথে লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর মেন পিলারের ৮ নম্বর সাব পিলারের কাছে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এ সময় সায়েম গুলিবিদ্ধ হন। অন্য রাখালরা গুরুতর আহত অবস্থায় সায়েমকে নিজ বাড়িতে নিয়ে এলে সায়েম সকাল আটটার দিকে মারা যান।

Leave a comment