ঘুষ দেয়ার মামলায় বারলুসকোনির কারাদণ্ড

 

মাথাভাঙ্গা মনিটর: ঘুষ দেয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। এ অপরাধে তাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। স্থানীয় সময় গত বুধবার দেশটির নেপলসের একটি আদালত এ রায় ঘোষণা করেন। ২০০৮ সালে ইতালির তত্কালীন মধ্য-বামপন্থি সরকারের পতন ঘটাতে এক সিনেটরকে ঘুষ দেয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন বার্লুসকোনি। একই সাথে বারলুসকোনিকে আগামী পাঁচ বছর জনপ্রতিনিধি হিসেবে কাজের অযোগ্য ঘোষণা করা হয়েছে। ক্ষমতা গ্রহণের দু বছরের মাথায় ২০০৮ সালে পতন ঘটে প্রোদি সরকারের। এরপর নির্বাচনে মধ্য-ডানপন্থি জোট নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরেছিলেন বারলুসকোনি। তখন প্রোদি সরকার থেকে বেরিয়ে যেতে বারলুসকোনি সিনেটর সার্জিও দি গ্রেগেরিওকে ৩৩ লাখ ইউরো ঘুষ দিয়েছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। ওই সিনেটর তা আদালতে স্বীকারও করেছেন। রায়ের সময় বারলুসকোনি আদালতে উপস্থিত ছিলেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন।

Leave a comment