ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী উত্তরপাড়া গ্রামে স্বর্ণালী আক্তার খুকি (২) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের হাশেম আলীর মেয়ে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করে এলাকাবাসী। ওই এলাকার বাসিন্দা বসির আহমেদ জানান, খুকি দুপুর ১টার দিকে বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিলো। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুজির পর বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তার মৃতদেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে।

Leave a comment