মাথাভাঙ্গা অনলাইন : প্রতি বছরের মতো এবারো সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন ঝিনাইদহ , চাঁদপুর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, পটুয়াখালী, চট্টগ্রাম, ভোলা, শেরপুর, লক্ষ্মীপুর, দিনাজপুরসহ দেশের কয়েকটি এলাকার লক্ষাধিক মানুষ।
এসব এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই ঈদসহ অন্য ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন আরবের সঙ্গে মিল রেখে।মঙ্গলবার ঈদুল আজহা বা কোরবানির ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার পর দেশের ১১ জেলার দুশোর বেশি গ্রামে পশু কোরবানি দেয়া হয়।এর আগে এসব অঞ্চলের মুসল্লিরা একদিন আগেই ঈদুল ফিতরের রোজা ও ঈদের অনুষ্ঠানিকতা পালন করে আসছেন ।