মানববন্ধন ও সড়ক অবরোধ : ৩৬ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উন্মোচনের দাবি

সাংবাদিক হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গার সর্বস্তরের সাংবাদিক সমাজ শুরু করেছে আন্দোলন : জীবননগর উপজেলা প্রশাসনের আজ কলম বিরতি

 

মাথাভাঙ্গা ডেস্ক: জীবননগরের সাংবাদিক আবু সায়েমকে খুন করার প্রতিবাদে জেলার সাংবাদিক সমাজ ঘুরে দাঁড়িয়েছে। হত্যার রহস্য উন্মোচনের দাবি জানিয়ে গতকাল বুধবার বিকেল থেকে আন্দোলন শরু হয়েছে। সাংবাদিকের বাড়ির দোতলায় উঠে ছুরিকাঘাত করে মনোহরপুরে আত্মীয়র বাড়ি আত্মগোপন করলেও ঘাতক রাজীবকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। দ্রুত ঘাতক গ্রেফতার হলেও হত্যা রহস্যের জট খোলেনি। হত্যার প্রকৃত রহস্য উন্মোচনে ৩৬ ঘণ্টার সময় দিয়েছে সাংবাদিকরা। চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট যৌথভাবে এক প্রতিবাদ সভার আয়োজন করে। এছাড়াও গতকাল তাৎক্ষণিকভাবে দর্শনা, আলমডাঙ্গা প্রেসক্লাবসহ সরোজগঞ্জ সাংবাদিক ইউনিট প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদসভা থেকে সাংবাদিক হত্যার রহস্য উন্মোচনে পুলিশের আশু পদক্ষেপের দাবি জানিয়ে বলা হয়, প্রকৃত রহস্য উন্মোচন করা না হলে সাংবাদিক সমাজ বসে থাকবে না।

জীবননগর ব্যুরো জানিয়েছেন, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালনসহ বিক্ষুব্ধ সাংবাদিকরা সায়েমের মৃত্যুর খবর পাওয়ার পর জীবননগর মহাসড়ক অবরোধ করে। এ সময় জীবননগর বাসস্ট্যান্ডে চারিদিকে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে উপজেলা ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে বিক্ষুদ্ধ সাংবাদিকদের শান্ত করে এবং বিচারের প্রতিশ্রুতি দিলে সাংবাদিক সমাজ অবরোধ প্রত্যাহার করে।

এদিকে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত ঘাতক রাজীবকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাংবাদিক সায়েমকে কেন হত্যা করা হয়েছে এ প্রশ্নের উত্তর গতকাল পর্যন্ত তার নিকট থেকে নিতে পারেনি পুলিশ। বক্ষব্যাধি হাসপাতালে জরুরি অস্ত্র পাচারের পর নিহত সাংবাদিক আবু সায়েমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার লাশ হিমঘরে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত করার পর তার লাশের গ্রামের বাড়ি পিয়ারাতলাতে নেয়া হবে বলে জানা গেছে। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহল। সাংবাদিক সায়েম নিহত হওয়ায় উপজেলার সকল সরকারি দপ্তরে আজ বৃহস্পতিবার ১ ঘণ্টার কলম বিরতি করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সাংবাদিক হত্যার প্রতিবাদে জীবননগর প্রেসক্লাবসহ সাংবাদিক সমাজ বিকেল ৩টায় বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনসহ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে পরে জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল অংশ নেন। সাংবাদিক শামসুল আলমের পরিচালনায় ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ হতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম আর বাবু, সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংবাদিক আকিমুল ইসলাম ও নূর আলম। প্রতিবাদ সমাবেশ শেষ হওয়ার পর সাংবাদিক সায়েমের মৃত্যুর খবর এসে পৌঁছুলে উপস্থিত সাংবাদিকরা ক্ষোভে ফেটে পড়েন। মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে ৩৬ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করে। রহস্য উন্মোচনে ব্যর্থ হলে জীবননগরের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানায়।

এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আবু মো. আ, লতিফ অমল, ইউএনও নুরুল হাফিজ ও ওসি হুমায়ন কবীর ঘটনাস্থলে এসে গ্রেফতারকৃত ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দিলে সাংবাদিকরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে। এর ফলে আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এসময় সাংবাদিকরা নিহত সাংবাদিক আবু সায়েমের পিয়ারাতলাস্থ বাড়িতে ছুটে যান। সাংবাদিকরা নিহত আবু সায়েমের পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা জানায়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক প্রকাশক সরদার আল আমিন খবর পেয়ে নিহত সাংবাদিক আবু সায়েমের বাড়িতে ছুটে যান এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সাথে ছিলেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, জনকণ্ঠ ও চ্যানেল আই প্রতিনিধি রাজিব হাসান কচি।

এদিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট গতরাত ৮টায় এক প্রতিবাদ সভার আয়োজন করে। রাত ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদসভায় বক্তব্য রাখেন প্রবীণ সংবাদিক আজাদ মালিতা, প্রেসক্লাব সেক্রেটারি সরদার আল আমিন, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. এসএম শরীফ উদ্দীন হাসু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, শাহ আলম সনি, মরিয়ম শেলী। প্রেসক্লাবের সহসভাপতি জেড আলমের উপস্থাপিত প্রতিবাদ সভায় উপস্থিত থেকে সাংবাদিকদের মধ্যে আরো বক্তব্য রাখেন ফাইজার চৌধুরী, রিচার্ড রহমান, জাহিদ জীবন, জাহিদুল ইসলাম, রফিক রহমান, আব্দুস সালাম, জামান আখতার, হোসেন জাকির, কামরুজ্জামান সেলিম প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা আজ বিপন্ন। একের পর এক সংবাদিককে হত্যা করে ঘাতকচক্র পার পাওয়ার কারণেই খুনিরা ভয়ঙ্কর হয়ে উঠেছে। আর নয়। সংবাদিক সদরুল নিপুল হত্যার যেমন দৃষ্টান্তমূলক বিচার হতে হবে, তেমনই সাংবাদিক আবু সায়েম হত্যার প্রকৃত রহস্য উন্মোচন করে ঘাতকদের আইনে সোপর্দ করতে হবে। ঘটনার কয়েক ঘণ্টার মাথায় ঘাতককে গ্রেফতার করে পুলিশ বলেছে, নেশাখোর। ঘাতককে নেশাখোর বলে ঘটনা আড়াল করলে চলবে না। একজন সাংবাদিককে নেশাখোর ওইভাবে খুন করতে পারে না। তা ছাড়া যেহেতু ঘাতক কয়েকদিন ধরে জীবননগরের পিয়ারাতলাস্থ বাড়ির আশে পাশে ঘুরেছে। ছদ্মবেশে খেয়েছে। সেহেতু হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। পরিকল্পিত হত্যার সাথে জড়িত ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

দর্শনা অফিস জানিয়েছেন, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, দৈনিক সমকাল প্রতিনিধি আবু সায়েমকে চুরিকাঘাতে হত্যা করা হয়েছে। দুবৃত্তরা তার বাড়িতে হামলা চালিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। সায়েম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার, হত্যা রহস্য উদঘাটন ও খুনিকে ফাঁসির দাবিতে দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদসভা। গতকাল বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সমন্বয়কারী মনিরুজ্জামান ধীরু। সাংবাদিক হত্যার প্রতিবাদ, নিন্দা জ্ঞাপন, খুনিকে ফাঁসির দাবি ও জীবননগর প্রেসক্লাবের সকল কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আলোচনা করেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহসভাপতি চঞ্চল মেহমুদ, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাংবাদিক এফএ আলমগীর, জাহিদুল ইসলাম, মাহমুদ হাসান রনি, ইয়াছির আরাফাত মিলন, মনিরুল ইসলাম সুমন, আহসান হাবীব মামুন, নুরুল আলম বাকু, রাজিব মল্লিক, মনজুরুল ইসলাম, সাব্বির আলীম, জিল্লুর রহমান মধু, তারেক জামান, আজিমুদ্দিন, আ. জলিল, মোস্তাফিজুর রহমান কচি, হারুন রাজু প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দৈনিক সমকালের জীবননগর প্রতিনিধি আবু সায়েমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দামুড়হুদা উপজেলা সদরে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে সমকালের দামুড়হুদা প্রতিনিধি বখতিয়ার হোসেন বকুল তীব্র নিন্দাসহ শোক প্রকাশ করেছেন।

সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সাংবাদিক আবু সায়েম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল বুধবার সন্ধ্যায় সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সভাপতি ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিটের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহসভাপতি হাবিবুর রহমান, যুগ্মসম্পাদক আলম আশরাফ, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম লিন্টু, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, মোস্তফা মানিক, কাতব আলী, আবুল কালাম আজাদ, প্রমুখ। বক্তারা সাংবাদিক আবু সায়েমের হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, দৈনিক সমকালের জীবননগর প্রতিনিধি আবু সায়েমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আলমডাঙ্গা প্রেসক্লাব জরুরি প্রতিবাদসভা করেছে। গতকাল সন্ধ্যায় দৈনিক মাথাভাঙ্গা ব্যুরো অফিসে আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সম্পাদক আনোয়ারুল ইসলাম সাগর, প্রেসক্লাব সহসভাপতি সাংবাদিক রহমান মুকুল, সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক ফিরোজ ইফতেখার, শরিফুল ইসলাম রোকন, শহিদুল ইসলাম, শাহাবুল ইসলাম, কে এ মান্নান, মুর্শিদ কলিন, অনিক সাইফুল, জাহাঙ্গীর হোসেন, মানোয়ার হোসেন, আতিকুর রহমান ফরায়েজি, কহন কুদ্দুস, সাইফুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সভায় সাংবাদিক সায়েমের হত্যাকারীদের সভ্যতার শত্রু অ্যাখ্যায়িত করে প্রশাসনের প্রতি এ সকল নরপশুদের অবিলম্বে গ্রেফতারপূর্বক বিচারের সম্মুখীন করার আহ্বান জানানো হয়। এ ছাড়া এ সংক্রান্ত সকল কর্মসূচির সাথে আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করা হয়েছে।

Leave a comment