চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পল্লি রংপুর-গোপালনগর সড়কে ছিনতাইকারীদের তাণ্ডব
ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার রংপুর-গোপালনগর সড়কে একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে ও কুপিয়ে তিন গরু বিক্রেতার নিকট থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। গতরাত পৌনে ৮টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আলমডাঙ্গা পশুহাটে গরু বিক্রি করে পাউয়ারটিলারযোগে বাড়ি চিৎলায় ফেরার পথে তিন গরু বিক্রেতা ভয়াবহ ছিনতাইয়ের শিকার হন। এদের মধ্যে একজনকে কুপিয়ে আহত করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামের ১০-১২ জন গরু ব্যবসায়ী ফিরছিলেন। রাত পৌনে ৮টার দিকে খাদিমপুর ইউনিয়নের রংপুর-গোপালনগর সড়কের মধ্যবর্তী স্থানে পৌঁছুলে ১৫-১৬ জনের একদল ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে গতিরোধ করে। প্রথমেই মারপিট করে ত্রাস সৃষ্টি করতে থাকে। চিৎলা গ্রামের মদনের ছেলে ছেদের আলীর নিকট থেকে নগদ ৫৬ হাজার টাকা, একই গ্রামের নিয়ামতের ছেলে আব্দুর ছাত্তারের কাছ থেকে ৪৮ হাজার টাকা ও ইছাহকের ছেলে আনোয়ারের নিকট থেকে ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় ডাকাতদলের অস্ত্রের কোপে চিৎলা গ্রামের ইছাহকের ছেলে আনোয়ার গুরুতর জখম হন।
ছিনতাইয়ের শিকার গরু বিক্রেতারা বলেছেন, ছিনতাইকারীদের মধ্যে কয়েকজনকে চেনা গেছে। এ বিষয়ে আসমানখালী আইসি পুলিশকে তথ্য দেয়া হয়েছে।