স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় আগামী শনিবার ৩ ঘণ্টা বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। চুয়াডাঙ্গা ৩৩/১১ কেভি উপকেন্দ্র হতে জাফরপুর গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনের গাছপালার শাখা প্রশাখা কর্তনের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওজোপাডিকো লিমিটেডের বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। চুয়াডাঙ্গা ওজোপাডিকো লিমিডেটের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. সবুক্ত গীন বিষয়টি নিশ্চিত করেছেন।