স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুসকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সমিতির কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে ৪১ জন দুস্থ সদস্যদের মাঝে এককালীন অনুদান ৮২ হাজার টাকা দেয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, সমিতির উপদেষ্টা সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, অধ্যাপক এসএম ইস্রাফিল, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কোষাধ্যক্ষ আব্দুল মান্নান।