ভালাইপুর মোড়ে অবৈধ যান তৈরির কারখানা ও মেশিনারির দোকানে ভ্রাম্যমাণ অদালতে জরিমানা

 

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে অবৈধ ইঞ্জিনচালিত নসিমন, করিমন, আলমসাধু, লাটাহাম্বার তৈরির কারখানা ও বিভিন্ন মেশিনারির দোকানে ভ্রাম্যমাণ অদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ও আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান ভ্রাম্যমাণ অদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত ভালাইপুর মোড়ে আলমসাধু ও করিমন তৈরির কারখানা শখা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের স্বত্বাধিকারী শখাকে ৪ হাজার টাকা জরিমানা, মেশিনারিজ অ্যান্ড শাহীন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে ৩ হাজার টাকা, ভাই ভাই মেশিনারিজে ৫ হাজার টাকা ও সাইফুল লেদের স্বত্বাধিকারী সাইফুল ইসলামকে ৪ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে জরিমানার টাকা তাৎক্ষণিক সকলেই নগদ পরিশোধ করেন বলে জানা গেছে।