মাথাভাঙ্গা মনিটর: আদালতের নির্দেশ না মানায় এবার লন্ডনের টাউয়ার হ্যামলেটসের সাবেক মেয়র লুৎফুর রহমানের সম্পত্তি জব্দের আদেশ দেয়া হয়েছে। একই সাথে তাকে গত পাঁচ বছরের আয়-ব্যয়ের হিসাব এবং সাত বছরের আয়কর রিটার্ন দাখিল করতে বলা হয়েছে। গত মঙ্গলবার সেখানকার হাইকোর্ট এ আদেশ দেন। এর আগে ভোট জালিয়াতির অভিযোগে গত ২৩ এপ্রিল একই আদালত লুৎফুর রহমানকে টাউয়ার হ্যামলেটসের মেয়র পদ থেকে বরখাস্ত করেন। পাশাপাশি তাকে আইনি খরচ বাবদ বাদীপক্ষকে পাঁচ লাখ পাউন্ড এবং আদালতের খরচ বাবদ দু লাখ ৫০ হাজার পাউন্ড পরিশোধেরও নির্দেশ দেয়া হয়। কিন্তু আড়াই মাসেও ওই অর্থ পরিশোধ না করায় বাদীপক্ষ তার বিরুদ্ধে আবারও আদালতে যায়। শুনানি শেষে এদিন আদালত লুৎফুর রহমানের সম্পত্তি জব্দের আদেশ দেন এবং তাকে গত পাঁচ বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিলের নির্দেশ দেন। এছাড়া লুৎফুর রহমান ৩ লাখ ৫০ হাজার পাউন্ডের বেশি দামের কোনো সম্পত্তি হস্তান্তর বা বিক্রি করতে পারবেন না বলেও আদেশে বলা হয়েছে।
অবশ্য লুৎফুর রহমান শুরু থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ঠিক নয়ে বলে দাবি করে আসছেন।