সাতপাকে বাঁধা শাহিদ-মীরা

মাথাভাঙ্গা মনিটর: সাতপাক ঘোরা শেষ। এ বার তিনি বিবাহিত। তিনি শাহিদ কপূর। পাশে বসে সিঁদুর পরে লাজুক হাসছেন কনে মীরা। পঞ্জাবি মতে শেষ হয়েছে এই বিয়ের অনুষ্ঠান। আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে গুরুগাঁওতে সাতপাকে বাঁধা পড়লেন ৩৪ বছরের বলিউডের হায়দার। তারই কিছু ছবি শেয়ার করেছেন টুইটারে। ২১ বছরের মীরা, শাহিদের দীর্ঘদিনের প্রেমিকা। মঙ্গলবার বিকেলে গুরুগাঁওয়ের দ্য ওবেরয় হোটেলের বলরুমের পার্টিতে হাজির থাকবেন দুই পরিবারের আত্মীয়রা। হোটেলের সুইমিং পুল, জিম, গ্র্যান্ড প্রেসিডেন্সিয়াল স্যুটসহ ৫০টি ঘর এই অনুষ্ঠানের জন্য বুক করা হয়েছে। আপাতত শাহিদের ঠিকানা দুটি লাক্সারি বেডরুমের প্রেসিডেন্সিয়াল স্যুট। ইতালিয়ান মার্বেলের ফায়ারপ্লেস, জিম, ডাইনিং রুম, সুইমিং পুল দিয়ে যা সাজানো। কানাঘুঁষোয় জোর খবর, শহিদের বিয়েতে নিমন্ত্রণ পাননি তার প্রাক্তন দু প্রেমিকা করিনা কাপুর খান এবং প্রিয়ঙ্কা চোপড়া।