বেগমপুর প্রতিনিধি: প্রথমবারের মতো ২৩ জুলাই চুয়াডাঙ্গা সদরের কোটালী মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ২০ জন ৩ হাজার টাকা মূল্যের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ৩৬৭ জন অভিভাবক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জানা গেছে, গত ৩০ জুন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে ৫ জুলাই থেকে ৭ জুলাই মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান, ৯ জুলাই মনোনয়ন বাছাই, ১২ জুলাই মনোনয়ন প্রত্যাহার এবং ২৩ জুলাই নির্বাচনের দিন নির্ধারণ করা আছে। তবে কবে প্রতীক বরাদ্দ দেয়া হবে তা উল্লেখ করা নেই। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কমিটি গঠন নিয়ে বিদ্যালয় এলাকায় তেমন কোনো আলোচনা না থাকলেও গত ২-৩ দিনে বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার শেষ দিনে ৪ জন সাধারণ অভিভাবক পুরুষ সদস্যের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৩ জন এবং একজন মহিলা অভিভাবক সদস্যের বিপরীতে মনোনয়ন সংগ্রহ করেছেন দুজন। তিনজন শিক্ষক প্রতিনিধির বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৫ জন। ৩৬৭ জন অভিভাবক সদস্য গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৪ জন পুরুষ এবং ১ জন মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত করবেন। নির্বাচিত সদস্যরা একজন সভাপতি নির্বাচিত করবেন। সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন- বর্তমান সভাপতি কোটালী গ্রামের ফজলু হক, হরিশপুর গ্রামের সেলিম উদ্দীন। তবে একটি মহল মনে করছেন সদস্য নির্বাচিত হওয়ার পর সভাপতি পদে নতুন কিছু ঘটতে পারে। তার জন্য নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে নির্বাচন সুষ্ঠ ও নিরেপেক্ষ এবং উৎসবমুখোর করতে নির্বাচন কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন।