মাথাভাঙ্গা অনলাইন : রাজধানীর কমলাপুর গরুর হাটে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন চার গরু ব্যবসায়ী। তারা ব্যবসায়ীদের গরু বিক্রির নগদ ৩৫ লাখ টাকা নিয়ে গেছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা হলেন- জহিরুল ইসলাম (৪০), আব্দুর রাজ্জাক (৩০), হযরত আলী (২৯) ও সাঈদ মৃধা (৩৫), এদের মধ্যে জহিরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
অপর ব্যবসায়ী সাঈফ রেজা জানান, জহিরুল, সাঈদ মৃধা হযরত আলী ও আব্দুর রাজ্জাক সিরাগঞ্জ থেকে গত চারদিন আগে গরু নিয়ে কমলাপুর হাটে আসেন। তারা গত সোমবার রাত ১২ টার দিকে হাটের পাশে একটি হোটেল থেকে রাতে খাবার খান। এরপর তারা হঠাৎ করে অচেতন হয়ে পড়লে তাদের কোমরে থাকা ব্যাগ থেকে গরু বিক্রির নগদ ৩৫ লাখ টাকা নিয়ে যায়।তিনি জানান, জহিরুলের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২২০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জহিরুল সিরাজগঞ্জ সদর থানার আব্দুল করিমের ছেলে।