মাথাভাঙ্গা অনলাইন : সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও দুই হাজার রাউন্ড গুলিসহ খলিলুর রহমান (৬০) নামে একজনকে আটক করেছে ৩৮ বিজিবি।খলিলুর রহমান কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
বিজিবর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কেএম ইমাম আহসান জানান, ভারত থেকে আগ্নেয়াস্ত্র আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল আটটার দিকে ভোমরা বিওপির হাবিলদার শাহ আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে দেবহাটা উপজেলার কুলিয়া লুৎফর হাজীর বাড়ির সামনে থেকে বস্তা ভর্তি এই আগ্নেয়াস্ত্র আটক করা হয়।
আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে তিনটি ৯৫ মডেলের এয়ার রাইফেল, একটি ৩৫ মডেলের এয়ার গান ও দুই হাজার রাউন্ড এয়ার রাইফেলের গুলি। এ সময় খলিলুর রহমানকে আটক করে বিজিবি।এ সময় তার কাছ থেকে ভারতীয় ৫৬৬ রুপি, একটি ভারতীয় সিম কার্ড উদ্ধার করা হয়।