খবর:(মেহেরপুরে বন্ধুর স্ত্রীকে নিয়ে বন্ধু উধাও)
জাত মেরেছিস জাত
করলি ফুটো পাত;
নাকে বসে চোখে ঠোকাস
হারামি বজ্জাত!
দেখালি এক খেল
বন্ধু আমি ফেল;
করলি পিরিত আমার ঘরে
এই কিরে আক্কেল?
বন্ধু ছিলাম খোদ
নিলি কিসের শোধ;
বউ ভাগালি তবু আমার
হয়নি ছিদেমবোধ!
-আহাদ আলী মোল্লা