মাদকের ছোবল ও ভৈরব রক্ষায় এবার মেহেরপুরের রাজপথে তরুন-যুবক

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের তরুন-যুব সমাজের একটি বড় অংশ যখন মাদকের ছোবলে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠিক তেমন একটি সময়ে সুন্দর মেহেরপুর গড়ার প্রত্যয়ে কাজ করছেন কিছু তরুন-যুবক। শুধু মাকদের হাত থেকে নয় জেলার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ভৈরব নদী বাঁচাতেও তারা স্বোচ্ছার হয়ে উঠেছেন। এদের উদ্যোগে আগামি শুক্রবার শহীদ সামসুজ্জোহা পার্কে ‘জেগে ওঠো মাদক মুক্ত মেহেরপুর ও ভৈরব বাঁচাও আন্দোলন’ শীর্ষক মানব বন্ধন র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মসুচী সফল করতে যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করেছেন উদ্যোক্তরা। বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও ইউনিভার্সিটির ছাত্ররা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। কর্মসুচী বাস্তবায়ন ও সুন্দর একটি মেহেরপুর গড়তে হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন অংশগ্রহনকারীরা। শুক্রবারের কর্মসুচীতে জেলার সর্বস্তরের মানুষের অংশ গ্রহনের আহবান জানিয়েছেন ‘জাগো মেহেরপুর আন্দোলন’ এর উদ্যোক্তরা।