ইউরো জোনের জরুরি শীর্ষ বৈঠক : গ্রিসের শেষ সুযোগ

মাথাভাঙ্গা মনিটর: গভীর হতে থাকা ঋণ সঙ্কট নিয়ে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস ইউরো জোনের জরুরি বৈঠকে একটি নতুন প্রস্তাব উপস্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে। নতুন বেইল আউটের (আর্থিক পুনরুদ্ধার সহায়তা) জন্য দাতাদের দেয়া কঠোর ব্যয় সংকোচনের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যাত হওয়ার পর গতকাল মঙ্গলবার ব্রাসেলসে জরুরি শীর্ষ বৈঠকে বসছেন ইউরো জোনের নেতারা। পরিকল্পিত নতুন প্রস্তাবনায় গ্রিসের ঋণ ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস করার দাবি জানানো হবে বলে জানা গেছে। কিন্তু গণভোটে জনগণের ব্যাপক সমর্থন পাওয়ার পর সাহসী হয়ে ওঠা সিপ্রাস দাতাদের শর্তে বেশ কিছু পরিবর্তন দাবি করবেন এবং উল্লেখযোগ্য পরিমাণ ঋণছাড় চাইবেন বলেও ধারণা করা হচ্ছে। ৩২৩ বিলিয়ন ইউরো ঋণ খেলাপি হওয়ার ঝুঁকিতে থাকা গ্রিসকে সিরিয়াস প্রস্তাব দিতে বলেছে ইউরো জোনের প্রধান দু অংশীদার জার্মানি ও ফ্রান্স।

Leave a comment