স্টাফ রিপোর্টার: মহান ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহত্ ধর্মীয় উত্সব ঈদুল আযহা আগামীকাল। আল্লাহ পাকের প্রতি অপার আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রতি বছর পশু কোরবানি দিয়ে থাকে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে তিনদিনের সরকারি ছুটি শুরু হয়েছে। ঈদ উদযাপনে কোরবানির পশু কেনা অনেকেই সম্পন্ন করেছেন। বাকিরা পশু কিনতে ছুটছেন এক হাট থেকে আরেক হাটে।
ঈদের জামায়াত: চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগা ময়দানে প্রথম জামায়াত সকাল ৮টায়, দ্বিতীয় জামায়াত সকাল পৌনে ৯টায়, পুলিশ লাইন ময়দানে সকাল ৮টায়, কারাগার সংলগ্ন ময়দান সকাল ৮টায়, ভি.জে স্কুল ময়দান (চাঁদমারি মাঠ) সকাল ৮টায়, ভি.জে হাইস্কুল ময়দান প্রাঙ্গণ সকাল ৮টায়। বুজরুকগড়গড়ি সিঅ্যান্ডবি ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টা ১৫ মিনিটে, হাটকালুগঞ্জ গাংপাড়া ঈদগা ময়দান সকাল ৯টায়, ভিমরুল্লাহ ঈদগা মাঠ সকাল ৯টায়, বড়বাজার জামে মসজিদ সকাল ৮টায়, কেদারগঞ্জ বেলায়েত হোসেন ঈদগায়ে সকাল সাড়ে ৮টায়, আদর্শ বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৯টায়, পানি উন্নয়ন বোর্ড টেনিস মাঠ সকাল ৮টা ১৫ মিনিটে, চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদরাসা প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায়, বুজরুকগড়গড়ি মাদারাসা প্রাঙ্গণে সকাল ৮টায়, বুজরুকগড়গড়ি বনানীপাড়া সকাল পৌনে ৯টায়, ইসলামপাড়া গোরস্তান জামে মসজিদ প্রাঙ্গণে ৮টায়, চুয়াডাঙ্গা পৌর কলেজ সংলগ্ন মাঠে সকাল সাড়ে ৮টায়, পলাশপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায়, খাদেমুল ইসলাম ঈদগা ময়দানে সাড়ে ৮টায়, বেলগাছি ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৮টায়, রাহেলা খাতুন বালিকা বিদ্যালয় স্কুলমাঠে সকাল সাড়ে ৮টায়, পুরাতন গোরস্তানপাড়া জামে মসজিদে ১ম জামায়াত সকাল ৮টায়, দ্বিতীয় জামায়াত পৌনে ৯টায়, আল হেলাল ইসলামী একাডেমী মাঠে সকাল সাড়ে ৮টায়, নূরনগর-কলোনি জামে মসজিদ সংলগ্ন সকাল পৌনে ৯টায়, নূরনগর-কলোনীপাড়া ঈদগা ময়দান সকার ৯টায়, দৌলাতাদিয়াড় সরদারপাড়া ঈদগা ময়দান সকাল সাড়ে ৮টায়, দৌলাতদিয়াড় দক্ষিণপাড়া ঈদগা ময়দান সকাল সাড়ে ৮টায়, ইসলামপাড়া পুরাতন জামে মসজিদ ও ঈদগা ময়দান সকাল সাড়ে ৮টায়, সাতগাড়ি পূর্বপাড়া ও পশ্চিমপাড়া ঈদগা ময়দানে সাড়ে ৮টায়, দিগড়ি ঈদগা ময়দানে সকাল ৮টা ১৫ মিনিটে, তালতলা ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, হাজরাহাটি স্কুল ময়দান সাড়ে ৮টায়, হাজরাহাটি ঈদগা ময়দান সাড়ে ৮টায়, কুলচারা ঈদগা ময়দান সাড়ে ৮টায়, এমএ বারী ঈদগা ময়দান সাড়ে ৮টায়, সুমিরদিয়া জামে মসজিদ সকাল সাড়ে ৮টায়, মুসলিমপাড়া ঈদগা ময়দান সাড়ে ৮টায়, পীরগঞ্জ-ঠাকুরপুর ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায় ও চুয়াডাঙ্গা জেলা সদরের জাফরপুর ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে সকাল ৯টায় ঈদুল আযহার ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। ইউএনও সাজেদুর রহমান ও পৌর মেয়র নোয়াব আলীসহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে ঈদের নামাজ আদায় করবেন। নামাজে ইমামতি করবেন বাসসট্যান্ড জামে মসজিদরে ইমাম মাও. আব্দুল খালেক। দ্বিতীয় প্রধান ঈদের জামায়াত থানাপাড়া ঈদগা ময়দানে সকাল ৯টায়, বাঁকা ঈদগা ময়দানে সকাল সাড়ে ৯টায়, মিনাজপুর স্কুল ঈদগা ময়দানে সকাল ৯টায়, মুক্তারপুর ঈদগা ময়দানে সকাল পৌনে ৯টায়, সুটিয়া ঈদগা ময়দানে সকাল ৯টায়, বৈদ্যনাথপুর ঈদগা ময়দানে সকাল ৯টায়, হাসাদাহ স্কুল ময়দানে সকাল ৯টায়, মাধবপুর ঈদগা ময়দানে সকাল ৯টায়, রায়পুর ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, আন্দুলবাড়িয়া খাজা পারেশ সাহেব ঈদগা ময়দানে সকাল ৯টায়, দেহাটি ঈদগা ময়দানে সকাল ৯টায়, কাশিপুর ঈদগা ময়দানে সকাল ৯টায়, খয়েরহুদা ঈদগা ময়দানে সকাল ৯টায়, উথলী ঈদগা ময়দানে সকাল ৯টায়, মনোহরপুর ঈদগা ময়দানে সকাল ৯টায়, ধোপাখালী ঈদগা ময়দানে সকাল ৯টায়, গয়েশপুর ঈদগা ময়দানে সকাল ৯টায়, গঙ্গাদাসপুর ঈদগা ময়দানে সকাল ৯টায়, যাদবপুর ঈদগা ময়দানে সকাল ৯টায়, হরিপুর ঈদগা ময়দানে সকাল ৯টায়, বেনীপুর ঈদগা ময়দানে সকাল ৯টায় ও পাথিলা ঈদগা ময়দানসহ অন্যান্য ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঈদের প্রধান প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।