ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পুকুরে ডুবে তাহসিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে পবহাটিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শহরের মর্নিংসান প্রি-ক্যাডেট একাডেমির নার্সারির ছাত্র তাহসিন প্রতিদিনের ন্যায় স্কুল থেকে বাড়ি ফিরে পোশাক পাল্টে মার্কাস মসজিদে গোসল করতে যায়। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। এদিকে তাসিনকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পানিতে ডোবা অবস্থায় তাকে পাওয়া যায়। সেখান থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a comment