রাজধানীতে বিকাশ এজেন্টকে গুলি করে টাকা ছিনতাই

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর পূর্ব বাড্ডায় মো. ফয়সাল (২৮) নামে এক বিকাশ এজেন্টকে গুলি করে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই বিকাশ এজেন্টকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব বাড্ডার সাহাবুদ্দিনের মোড় সংলগ্ন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ফয়সাল ট/৪, মধ্য বাড্ডায় থাকেন। ঢামেকের পুলিশের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন। ফয়সালের মামাতো ভাই শাওন জানান, রোববার দুপুরে পূর্ব বাড্ডার সাহাবুদ্দিনের মোড় সংলগ্ন কবরস্থান এলাকায় টাকা উত্তোলন করে বারিধারা অফিসের দিকে রওনা হন ফয়সাল। পথিমধ্যে ৩/৪ জন দুর্বৃত্ত সামনে দাড়িয়ে বা পা লক্ষ্য করে গুলি চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

Leave a comment