চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছিচকে চোরের পাশাপাশি ছিনতাইকারীদেরও উপদ্রব বৃদ্ধি

বিদ্যুতের আসা যাওয়ার সুযোগে রোগীর টাকা ছিনতাই 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শুধু ছিচকে চোরেরই উপদ্রব নয়, ছিনতাইকারীরও আনাগোনা বেড়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর ঘনঘন বিদ্যুতের আসা যাওয়ার সুযোগে এক রোগীর নিকট থেকে নগদ ১ হাজার ২শ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দিয়েছে ছদ্মবেশী ছিনতাইকারী।

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার ইব্রাহিমপুরের মৃত আজিবার রহমানের ছেলে রবিউল হক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। তার চিকিৎসার জন্য বাড়ি থেকে ১ হাজার ২শ টাকা নিয়ে আসেন। টাকাটা তিনি ধার করে এনেছেন বলে জানিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যার পর হাসপাতালে ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়া রোগীসহ দর্শনার্থীদের বিড়ম্বনার মধ্যে ফেলে। সুযোগ বুঝে রোগী রবিউল হকের নিকট থেকে ছিনতাইকারী ১ হাজার ২শ টাকা ছিনিয়ে নিয়ে সটকে পড়ে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সম্প্রতি দিনে ও রাতে ছিচকে চোরের উপদ্রব বেড়েছে। ক’দিন আগেই এক মহিলা রোগীর বিছানার বালিশের নিচ থেকে ১৩ হাজার টাকা চুরি হয়। কয়েকদিন আগে বহির্বিভাগে রোগীর সাথে থাকা এক মহিলার গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে সটকানোর চেষ্টা করে এক মহিলা। এ ছাড়া হাসপাতালে রোগীর ওষুধ পথ্য চুরি তো লেগেই আছে।