স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজমাঠে ক্রিকেট অনুশীলনের জন্য কংক্রিট ক্রিকেট পিচ উদ্বোধন করলেন অধ্যক্ষ রহমত আলী বিশ্বাস। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও ক্রিকেট খেলে অধ্যক্ষ মহোদয় কংক্রিট পিচ উদ্বোধন করেন। গত রোববার বিকেলে নবনির্মিত কংক্রিট পিচ উদ্বোধনকালে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে এবং অসৎ সঙ্গ থেকে দূরে রাখে। এ কংক্রিট উদ্বোধন হওয়ায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর ক্ষুদে ক্রিকেটাররা যেমন সপ্তায় বৃহস্পতিবার ও শুক্রবার দু দিন অনুশীলন করতে পারবে, তেমনি কলেজের ছাত্ররা অন্যান্য দিন নিয়মিত খেলাধুলা করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান, ম্যানেজমেন্টের প্রভাষক মহসিন কবীর, ফিজিক্যাল ইন্সটেক্টর ক্রীড়া শিক্ষক আলগীর কবীর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রিকেট একাডেমীর পরিচালক সাংবাদিক ইসলাম রকিব।
উল্লেখ্য, একাডেমীর পরিচালকের অনুরোধে ঠিকাদার আব্দুল মোতালেব কংক্রিট পিচটি তৈরি সহযোগিতা করেন।