পদ্মবিলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের বুড়োপাড়া থেকে ধুতুরহাট চণ্ডিপুর সড়কটি আজ অবধি পাকাকরণ করা হয়নি। চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়নের মধ্যে এ রাস্তাটিই পাকাকরণ করার কাজ বাকি রয়েছে বলে এলাকাবাসী জানিয়ে পাকাকরণের দাবি জানিয়েছে। এলাকাবাসী বলেছে, বর্ষা মরসুমে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হয়। এলাকার কৃষকেরা তাদের উৎপাদিত ফসলসমুহ সরোজগঞ্জ বাজারসহ বিভিন্ন হাটবাজারে নিতে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েন। বিষয়টির দিকে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ দায়িত্বশীল জনপ্রতিনিধির আশু দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগীমহল।