জীবননগরে কাঁচা মরিচ ও বেগুনের দাম নাগালের বাইরে!

 

জীবননগর ব্যুরো: পবিত্র রমজান মাস শেষের দিকে এসে হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে কিছু পণ্যের দাম কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে রমজানে ইফতারে মুখরোচক খাবার বেগুনি তৈরি প্রধান উপকরণ বেগুন ও কাঁচা মরিচের নাগাল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

গতকাল শনিবার জীবননগর খুচর বাজারে খোঁজখবর নিয়ে জানা যায়, মাত্র কয়েক দিনের ব্যবধানে ৩০ টাকা কেজির বেগুন ১শ টাকায় বৃদ্ধি পেয়েছে। সেই সাথে ৩০ টাকা কেজির কাঁচা মরিচ বৃদ্ধি পেয়ে একলাফে ১২০ টাকা ছুয়েছে। এছাড়াও আনুপাতিক হারে বৃদ্ধি পেয়ে ক্ষীরাসহ বিভিন্ন শাক-সবজির দাম। এছাড়া মাছের মধ্যে ইলিশের ধারের কাছে যাওয়ার উপায় নেই। সাড়ে ৩শ থেকে ৪শ গ্রাম ওজনের ইলিশ গতকাল নেমে এসে ৮শ টাকা এবং ৭শ থেকে ৮শ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। দাম বৃদ্ধি পেয়েছে দেশি মুরগি, কবুতর, খাসি ও গরুর মাংসের। বেগুন ও কাঁচা মরিচের দাম বৃদ্ধির কারণ ব্যবসায়ীরা অতিবর্ষণের কথা বললেও ভোক্তাদের দাবি বাজার মনিটরিং কমিটি নিয়ন্ত্রণ পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a comment