ঝিনাইদহে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু : প্রতিপক্ষের হামলায় আহত অপর এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরে নতুন কোর্ট পাড়ায় মিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি মিজানুর রহমানের স্ত্রী। গত পরশু রাতে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার ঝিনাইদহ মর্গে নেয়া হয় মৃতদেহ। গৃহবধূর স্বামী মিজানুর রহমানকে আটক করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অন্যদিকে গত বৃহস্পতিবার মহেশপুরের পলিয়ানপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হাশেম আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়ে বলেছে, তার মৃতদেহও গতকাল ঝিনাইদহ মর্গে ময়নাতদন্ত করা হয়।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক জিয়ারুল ইসলাম জানান, ঝিনাইদহ সদর পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের মৃত কিসমত আলীর মেয়ে মিনা খাতুনের সাথে যশোরের চৌগহাছার কাঠমিস্ত্রি মিজানুর রহমানের প্রায় ২০ বছর আগে বিয়ে হয়। স্বামী মিজানুর ৩ সন্তান ও স্ত্রীকে নিয়ে ঝিনাইদহ শহরের নতুন কোর্ট পাড়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। গত শুক্রবার তাদের বড় ছেলে আল আমিন জুম্মার নামাজ শেষে বাসায় ফিরে দেখে ঘর তালাবদ্ধ। মাকে আশেপাশে খুঁজে না পেয়ে ধারনা করে নানাবাড়িতে বেড়াতে গেছে। সন্ধ্যায়ও না ফিরে আসায় খোঁজ নিয়ে জানতে পারে সেখানেও তিনি যাননি। পরে প্রতিবেশীদের নিয়ে ঘরের তালা ভেঙে মেঝেতে মিনা খাতুনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে। গতকাল সকাল ১১টার দিকে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। কে বা কারা কিভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে বলে তিনি জানান।

অন্যদিকে মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের বাদল উদ্দিনের ছেলে হাশেম আলী (২৮) গত বৃহস্পতিবার ভারত থেকে গরু আনাকে কেন্দ্র করে গোলযোগের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে যশোর ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গত শুক্রবার ৫টার দিকে তিনি মারা যান।

Leave a comment