মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের প্রচেষ্টাতেও বাঁচানো গেলো না ক্যান্সারে আক্রান্ত সদর উপজেলার সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেনকে। তিনি গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩২ বছর। তিনি গাংনী উপজেলার তেরাইল গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
সন্ধ্যা ৬টার দিকে তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়। বামন্দী ইউপি চেয়ারম্যান আওয়াল হোসেন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট মেহেরপুর জেলা শাখার সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুল ইসলাম, শিক্ষক নেতা মাসবুবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেন। কামাল হোসেনের মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে এক কন্যা শিশু সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মেহেরপুর জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সহসভাপতি মোখলেছুর রহমান জানান, প্রায় ৭ মাস যাবত পাকস্থলির ক্যান্সারে ভুগছিলেন শিক্ষক কামাল হোসেন। তার শরীরে ঘাতক ব্যাধি ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসা সাহায্য হিসেবে তার পরিবারের হাতে এক লাখ ৯৮ হাজার টাকা তুলে দেয়া হয়।