পুনরায় গ্রেফতার করা না হলে কঠিন আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি

লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার: সাবেক ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী দলগুলো।
চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বর থেকে গতকাল বিকেল ৪টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ হাসান চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, হজ ও ইসলামের স্পর্শকাতর বিষয় নিয়ে কটূক্তি করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছেন লতিফ সিদ্দিকী। তাকে মুক্ত করে সরকার প্রমাণ করলো নাস্তিকদের পক্ষে। অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার শাখার সভাপতি আবুল হাসান, সেক্রেটারি জিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহা. ইমরান সরকার, অর্থ সম্পাদক মাও. সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানা শাখার সহসভাপতি মাও. হাফিজুর রহমান, দামুড়হুদা থানা শাখার সভাপতি আমিনুল হক, জীবননগর থানা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, আলমডাঙ্গা থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাও. জহুরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, নাস্তিক মুরতাদদের কঠোর শাস্তির দাবিতে চরমোনাইয়ের নেতৃত্বে প্রয়োজনে রক্ত দেয়া হবে, তবুও নাস্তিকদের ঠাঁই বাংলার মাটিতে হবে না। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, যে লতিফ সিদ্দিকীর অপরাধের কারণে মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করা হলো এবং দল থেকে প্রাথমিক সদস্য পদ পর্যন্ত বাতিল করা হলো, তারপরও তার সংসদ সদস্য পদ বহাল থাকে কীভাবে? যে দেশে নব্বই ভাগ মুসলমানদের বাংলাদেশে তার স্থান হবে না। লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান।

Leave a comment