অনুমতি ছাড়া অন্তঃসত্ত্বা হলে দণ্ড!

মাথাভাঙ্গা মনিটর: সন্তান নিতে চাইলে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া অন্তঃসত্ত্বা হলে গুনতে হবে জরিমানা। চীনা একটি কোম্পানি এমন পরিকল্পনা করছে বলে আজ শুক্রবার খবরে জানানো হয়। চীনের হেনান প্রদেশের জিয়াওজু শহরের একটি ঋণদান সমবায় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কর্মীদের এমন নির্দেশ দিয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিষ্ঠানে যেসব বিবাহিত নারী কর্মী এক বছরের বেশি সময় ধরে কাজ করছেন, কেবল তারাই সন্তান নেয়ার সময়সূচির জন্য আবেদন করতে পারবেন। এটি কার্যকর হওয়ার পর থেকে কর্মীদের অবশ্যই এ নির্দেশনা অনুসরণ করতে হবে। কেউ এ নির্দেশনা লঙ্ঘন করায় যদি কাজের ক্ষতি হয়, তবে তাদের আর্থিক জরিমানা করা হবে।

নির্দেশে বলা হয়, আদেশ অমান্য করে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে যদি কাজের বড় ধরনের ক্ষতি হয়, তাহলে তাদের পদোন্নতি ও প্রণোদনার বিষয়গুলো বিবেচনা করা হবে না। বোনাসও দেয়া হবে না।

Leave a comment