বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুনজুরুল জাহিদ, জেলা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম ও ছাত্রদল নেতা রানার নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় সদস্য এমএ তালহা সমাবেশে সভাপতিত্ব করেন। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ মো. রাজিব খানের উপস্থাপনায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জেডএম তৌফিক খান, সোহেল আহম্মেদ মালিক সুজন, মোমিনুর রহমান মোমিন প্রমুখ। সমাবেশে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, মিথ্যা মামলা দিয়ে ছাত্রসমাজের শক্তিকে কেউ কখনো রুখতে পারেনি বর্তমান সরকারও পারবে না। দমন পীড়নের মধ্যেই আন্দোলনের অগ্নিস্পৃহা জেগে উঠবে। -প্রেসবিজ্ঞপ্তি।