মেহেরপুরের রাধাকান্তপুরে মাছ বিক্রিকে কেন্দ্র করে উত্তেজনা
মেহেরপুর অফিস: মাছব্যবসায়ীর মাছ বিক্রিকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে দু পক্ষের সংঘর্ষে এক নারীসহ উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন- ওই গ্রামের রেহেনা খাতুন (৪৩), হানিফ (২৫), ইমরান আলী (২৮) ও সাকিব (২৫)। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানিয়েছে, গত বুধবার বিকেলে রাধাকান্তপুর গ্রামের পশ্চিমপাড়ার এক মাছব্যবসায়ী রাধাকান্তপুর গ্রামের মোড়ে মাছ বিক্রি করতে যায়। ওই সময় মোড়ের লোকজন তাকে গ্রামের আর আর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের হাটে মাছ বিক্রির অনুরোধ জানায়। এক পর্যায়ে মাছব্যবসায়ীর সাথে ওই গ্রামের মোড়ের লোকজনের বাগবিতণ্ডা শুরু হয়। ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় গ্রামের পশ্চিমপাড়ার লোকজন রাধাকান্তপুর গ্রামের মোড়ে পৌঁছে কাপড় ব্যবসায়ী ফারুক, সারব্যবসায়ী জিয়া ও সবজিব্যবসায়ী তারিকুলের দোকার ভাঙচুর করে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে তারা ৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।