আলমডাঙ্গা ডিগ্রি কলেজে নবীনবরণ উপলক্ষে মিছিল

আলমডাঙ্গা ব্যুরো: গতকাল আলমডাঙ্গা ডিগ্রি কলেজে নবীনবরণ উপলক্ষে ছাত্রলীগ শুভেচ্ছা মিছিল বের করে। শেষে কলেজ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক শফিউদ্দীন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, আলমডাঙ্গা পৌর সভাপতি নয়ন সরকার। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা তপনের উপস্থাপনায় বক্তব্য রাখেন- ছাত্রলীগের থানা শাখার প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, বাদশা, শরিফুল ইসলাম, কাফি, সোহাগ, সুরুজ, বাপ্পি, তামিম, পিনু, পিন্টু, ইসানূর, হাসান, সোহাগ, কিটন, রুবেল, রনি, পৌর শাখার সম্পাদক নাহিদ হাসান তমাল প্রমুখ। বক্তাগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হুইপ মহোদয়ের নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং তার আদর্শ মেনে কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a comment