দর্শনায় ইফতার মাহফিল

দর্শনা অফিস: দর্শনায় পৃথক দুটি স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৬নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে মেমনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ইফতার মাহফিল অনুষ্ঠিত। এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, মোমিনুল ইসলাম, মোজাহারুল ইসলাম, মোশাররফ হোসেন, হাতেম মণ্ডল, শফিকুল আলম, আ. রফিক কাবি, আজাদ, সোলাইমান কবির, ফয়সাল, লোমান, পারভেজ, শামীম প্রমুখ। দোয়া পরিচালনা করেন, হাফেজ সাইফুল ইসলাম।

একইদিন অনুষ্ঠিত দর্শনা পৌরসভায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পৌর মেয়র মহিদুল ইসলাম, প্যানেল মেয়র শরীফ উদ্দিন, রেজাউল ইসলাম, কাউন্সিলর রবিউল হক সুমন, ফারুক হোসেন, লুতফর রহমান, জাহেরুল ইসলাম, বিলকিস খাতুন প্রমুখ।

            সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন জাকেরপার্টির উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিতুদহ ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আ. সোবহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, থানা সভাপতি শফিউদ্দিন, মনিরুজ্জামান মনি, আব্দুর রহমান প্রমুখ দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাদ্দেস আবু সাঈদ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী পৌর ছাত্রলীগের আয়োজনে সাবেক ছাত্রলীগ নেতা মরহুম মনিরুজ্জামান, রেজাউল হক ও আব্দুল হালিমের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগাছা দারুল ইয়াতিম ও হাফিজিয়া মাদরাসায় আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবিব। আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রুবেল হোসেন, যুগ্মসম্পাদক মিলন হোসেন, পৌর ছাত্রলীগের সহসভাপতি জীবন আকবার, সাংগঠনিক সম্পাদক ইন্তাদুর ইসলাম, ছাত্রলীগ নেতা ইন্টু রাজ, তুহিন ও শরিফুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন চৌগাছা দারুল ইয়াতীম ও হাফিজিয়া মাদরাসার পরিচালক মাওলানা রইচ উদ্দীন। প্রয়াত নেতাদের স্মরণে ইয়াতিমখানায় ৩টি কোরআন শরিফ প্রদান করা হয় পৌর ছাত্রলীগের পক্ষ থেকে।

Leave a comment