খেলাধুলায় ব্যস্ত থাকলে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকবে না : জেলা প্রশাসক

চুয়াডাঙ্গায় সেইলর-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

 

উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে কুষ্টিয়াকে হারিয়ে স্বাগতিক চুয়াডাঙ্গার শুভসূচনা

 

ইসলাম রকিব: লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত থাকলে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকবে না। লেখাপড়ার পাশাপাশি যদি শরীরচর্চা বা খেলাধুলার অপশন না থাকে তাহলে তরুণ সমাজ বিপথগামী হয়ে পড়বে। এছাড়া উপস্থিত তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করতে প্রধান অতিথি তার কৈশরের স্মৃতিচারণ করে বলেন, ১৯৭৮ সালে ফুটবল বিশ্বকাপের প্রতিটি খেলা আমি রাত জেগে জেগে দেখতাম। এছাড়া যখনই সুযোগ পেয়েছি তখনই ফুটবল খেলা দেখেছি। তাই ফুটবলের প্রতি আমার দুর্বলতা একটু বেশিই। চুয়াডাঙ্গায় সেইলর-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুয়াডাঙ্গা ভেন্যুর প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুস। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও খেলোয়াড়দের সাথে করমর্দন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক আঞ্জুমান আরা, এনডিসি তরিকুল ইসলামসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটগণ। বিশেষ অতিথির প্রাণবন্ত বক্তব্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান চুয়াডাঙ্গার গৌরবময় ফুটবলের ধারকবাহক কৃতীফুটবলার মামুন জোর্য়াদ্দারের নাম উল্লেখ করে বলেন, আজকের চুয়াডাঙ্গা ফুটবলে আর সেই ধরনের খেলোয়াড় তৈরি হচ্ছে না। যাদের পায়ে বল গেলেই দর্শক গ্যালারি থেকে জয়ের ধব্বনি উঠতে থাকে। যাদের খেলা দেখার জন্য গ্যালারি ভরে ওঠে। তবে নতুনদের হতাশ না করে তিনি বলেন, একাগ্রতা ও নিষ্ঠা থাকলে তোমরাও মামুন জোর্য়াদ্দার, লিটন, মানিক ও পিনা হতে পারবে। পাবে সুস্থ দেহ সুস্থ মন নিয়ে বিকশিত হতে।

উদ্বোধন অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, বাংলার খেলা, বাঙালির খেলা ফুটবল খেলা, এ খেলা জড়িয়ে আছে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে। বিশেষ করে বর্ষাকাল এলে তো ফুটবল খেলা ছাড়া অন্য খেলার কথা ভাবাই যায় না। ফুটবল মাঝে অনেকটা হারিয়ে যেতে বসেছিলো। বর্তমানে আবারো মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা চলছে। চেষ্টা অব্যাহত থাকলে অবশ্যই তা সফল হবে একদিন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কৃতীফুটবলার আশরাফ জোয়াদ্দার সাবু, ঢাকা থেকে আগত বাফুফের ফুটবল কোচ কাজী আলতাফ-উল-হক ও শাহাবুদ্দিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, মহিলা সংস্থার সভাপতি নুরুননাহার কাকলী, দিলরুবা খানম, চুয়াডাঙ্গা ডিএফএ’র নির্বাহী সদস্য ওবাইদুল হক জোয়ার্দ্দার, ডা. সোউদ কবীর মালিক, ফুটবলার রেজা হোসেন জোয়ার্দ্দার, শহীদুল কদর জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা দলের কোচ সরোয়ার হোসেন মধু, ম্যানেজার সাইদুর রহমান মালিক, অলোক জোয়ার্দ্দার, মেহেরুল্লাহ মিলু, বদর খান, মহসিন রেজা, হাফিজুর রহমান হাপু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু।

উদ্বোধনী দিনে স্বাগতিক চুয়াডাঙ্গা জেলাদল ও কুষ্টিয়া জেলাদল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে সরাসরি টাইব্রেকারের সহায়তা নেয়া হয়। টাইব্রেকারে চুয়াডাঙ্গা (০)৩-(০)১ গোলে কুষ্টিয়া জেলা দলকে পরাজিত করে শুভসূচনা করে। উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন ঢাকা থেকে আগত রেফারি শেখ কামাল, ইয়াকুব মল্লিক, জসিম আক্তার ও এসএম সোহেল। আজ একই মাঠে বিকেল ৩টায় মুখোমুখি হবে নারায়ণগঞ্জ জেলা দল ও ফরিদপুর জেলাদল।

Leave a comment