স্টাফ রিপোর্টার: আনুষ্ঠানিকভাবে সিরিজ শুরু ৫ জুলাই, মিরপুরে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য সিরিজ শুরু হয়ে যাচ্ছে আজ শুক্রবারই। অন্তত জেপি দুমিনির দাবি এমনটাই! ফতুল্লায় আজ শুক্রবার বিসিবি একাদশের সাথে প্রস্তুতি ম্যাচ দক্ষিণ আফ্রিকার। গতকাল বৃহস্পতিবার অনুশীলনের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেপি দুমিনি বললেন, এ ম্যাচকে খুবই গুরুত্ব সহকারে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা।
আমরা জানি বাংলাদেশকে হারানো সহজ হবে না। খুব কঠিন হবে। আমাদের জন্য সিরিজ শুরু হচ্ছে আজ শুক্রবার, রোববার নয়। আমরা জানি প্রস্তুতি ম্যাচটি কতোটা গুরুত্বপূর্ণ। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচকে যতোটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করব আমরা। প্রস্তুতি ম্যাচে নিজেদের লক্ষ্যের কথাও জানালেন ডুমিনি।
প্রস্তুতি ম্যাচে সাধারণত কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটাই আমাদের লক্ষ্য থাকে। আমরা অনেকেই লম্বা বিরতির পর ফিরছি মাঠে। কন্ডিশন আর উইকেট বোঝা এবং সেসব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করব আমরা। নিজেদের পরিকল্পনা ঠিক করা ও ঝালিয়ে নেয়ার ব্যাপারও আছে।